কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় স্কাউটস্ আন্দোলনের বেহাল দশা। নাম মাত্র উপজেলায় একটি কমিটি আছে, তাদের তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। কাউনিয়া থানার সামনে অবস্থিত স্কাউটস্ ভবনটি দেখলেই বুঝা যায় এ উপজেলায় স্কাউটস্ আন্দোলনের কি অবস্থা। সরেজমিনে উপজেলা স্কাউটস্ ভবনে গিয়ে দেখাগেছে, ভবনের সামনে গরু-ছাগল বাধাঁ, খড়ি কাটা ও শুকানোর কাজ চলছে, সাইনবোর্ডটি পড়ে যাওয়ার উপক্রম। এছাড়াও কাউনিয়া উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্কাউটস্ এর তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। কাউনিয়া উপজেলায় যেনো ব্যাটেন পাওয়েলের বাণী নিরবে কাঁদে। একটি সূত্র জানায়, উপজেলা স্কাউটস্ কমিটির সদস্যদের মধ্যে অন্তদ্বন্দ এবং আর্থিক কারনে স্কাউটস্ আন্দোলন কার্যকর হচ্ছে না। এছাড়াও প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোনো প্রকার চাপ না থাকায় কাউনিয়া উপজেলায় স্কাউটস্ আন্দোলন ঝিমিয়ে পড়েছে। এব্যাপারে স্কাউটস্ কাউনিয়া উপজেলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা এর কাছে জানতে চাইলে তিনি জানান, কমিটির সদস্যদের বলেছি তারা যদি কার্যকরি ভুমিকা রাখতে না পারে, তবে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করা হবে। অপরদিকে কাউনিয়ার সাধারন মানুষ ও ছাত্র-ছাত্রী স্কাউটস্ আন্দোলনের কার্যকরী ভুমিকা দেখতে চায়।