Highlights

ভারতের অন্ধ্র-ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব

Published

on

ভারতের অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলীয় এলাকায় আছড়ে পড়েছে। তথ্যটি জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

আইএমডি জানিয়েছে, স্থলভাগে পৌঁছেছে গুলাবের অগ্রভাগ। আগামী তিন ঘণ্টার মধ্যে এটি ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। তখন এটির গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে।

ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান জানান, ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ওড়িশায় এনডিআরএফের ১৩টি এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বাতিল, পথ পরিবর্তন ও সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version