ভারতের গুজরাটের মান্দ্রা বন্দর থেকে প্রায় তিন টন হেরোইন জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিফতর (ডিআরআই)।
আফগানিস্তান থেকে আসা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭০ কোটি ডলার।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
গ্রেফতারকৃতরা আফগান নাগরিক বলে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ।
ডিআরআই সূত্র জানায়, ইরানের আব্বাস বন্দর থেকে গুজরাটের মান্দ্রা বন্দরে পাঠানো একটি চালানে মাদকদ্রব্য রয়েছে বলে তথ্য পায় সংস্থাটি।
তার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
সংস্থাটি আরও জানায়, হেরোইনের এই চালানটি প্রথমে আফগানিস্তান থেকে ইরানে গেছে। তারপর ইরান হয়ে সেটি ভারতে প্রবেশ করেছে।
একসাথে এতো বিপুল পরিমাণ মাদক আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। হেরোইন উদ্ধারের পরই দেশটির রাজধানী দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই সহ বিভিন্ন শহরে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী, বিশ্বে সর্বোচ্চ পরিমাণ আফিম সরবরাহ করে আফগানিস্তান।
বিশ্বে যত আফিমের কারবার হয়, তার প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে উৎপাদিত হয়। আল জাজিরা।