বিবিধ

মানসুর আলম ও শৌর্য দীপ্তের পরিচালনায় ‘হাজার বত্রিশ’

Published

on

এস,বি সোহেল

আসছে ১৪ নভেম্বর থেকে টিভির পর্দায় ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ ‘।
পান্থ শাহরিয়ারের রচনায় মেগা এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর এবং শৌর্য দীপ্ত সূর্য।’হাজার বত্রিশ’ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সব গুণী অভিনয় শিল্পিদের।

হোল্ডিং নাম্বার ১০৩২….দোতলা বাড়ীটা জাফর সাহেবের সারা জীবনের সমস্ত পুজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। এক সময় জাফর সাহেব এবং তার স্ত্রী রেখা মিলে অবসর সময়ে বসে সপ্ন বুনতেন নিজেদের একটা বাড়ী হবে….খুব যত্ন করে সেই বাড়ীতে নিজেদের মতো গুছিয়ে থাকবেন শেষ জীবনে দুই বৃদ্ধ-বৃদ্ধা। কিন্তু পৃথিবীর আর সব সত্যের মতোই এটাও সত্যি হলো যে জাফর সাহেবের সপ্ন পূরণ হবার আগেই স্ত্রী বিয়োগ ঘটলো। যখন জাফর সাহেবের ছেলে, ছেলের বউ কিংবা সারাক্ষন বই এ মুখ গুজে থাকা ছেলে রাশেদ মাতৃ বিয়োগের শোকে কেঁদে কেঁদে এক সার হচ্ছে তখন আজমল সাহেব সারা বাড়ী ঘুরে ঘুরে শুধু এই ইট কাঠের অসম্পূর্ণ সপ্ন দেখতে থাকে। এটা ছিলো আমাদের গল্পের শুরুর অংশ। আজমল সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ীর দোতলায় এখন তিনি থাকেন তার ছেলে মেয়েদের নিয়ে। আর নীচ তলাটা ভাড়া দিয়ে রেখেছেন। আদতে ভাড়া দিয়ে রেখেছেন বললে ভুল বলা হয়। কারণ নীচতলার এই ফ্ল্যাট টা কখনো এক মাসের বেশী ভাড়া থাকে না। সমস্ত সুযোগ সুবিধা থাকার পরেও ভাড়াটে থাকতে চান না এই বাড়ীটিতে।এই কারনে, আমাদের এই ১০৩২ নম্বর বাড়ীটা সারা এলাকার মানুষের কাছে বেশ পরিচিত।এভাবেই এগোতে থাকে নাটকের গল্প..

এই নাটক প্রসঙ্গে জানতে চাইলে তরুণ নির্মাতা মানসুর আলম নির্ঝর
বাংলাদেশের পত্রকে জানায়, নাটকের গল্পটি অসাধারণ ছিল।অনেক ভাল একটি গল্প নিয়ে আমরা কাজ করেছি।তাই কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী।আমি এবং আমরা সবাই চেয়েছি বেস্ট কাজটি দেওয়ার জন্য।

নির্মাতা আরো বলেন,আমি আশা রাখছি নাটকটি দর্শকদের কাছে ভাল লাগবে।বাকিটা দর্শকদের উপরে।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, আফরান নিশো,রুনা খান,অপর্না ঘোষ, শ্যামল মাওলা,নাজিরা মৌ,সাব্বির আহমেদ,সেলিম আহমেদ,নুসরাত জাহান নিপা,নিকুল কুমার প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছেন পথিক, নির্বাহী প্রযোজক তুহিন বড়ুয়া।ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ১৪ নভেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮:০০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version