আমিরুল ইসলাম, রংপুর: সদ্য গঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬টি থানার মধ্যে অন্যতম রংপুরের নামকরণের অতীত ইতিহাস ঐতিহ্যের সাথে গাঁথা মাহিগঞ্জ এলাকায় অবস্থিত মাহিগঞ্জ থানা।
চলতি মাসের ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই পথ যাত্রা শুরু রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অন্যান্য থানার সাথে সমন্বয় রেখে কার্যক্রম শুরু করেছে মাহিগঞ্জ থানাও।
আর এই থানাকে মাদক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে এরই মধ্যে নিরলসভাবে কার্যক্রম শুরু করেছে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. আখতারুজ্জামান। যোগদানের পর থেকে একটি বাল্য বিবাহ প্রতিরোধ ও গণ ধর্ষণের শিকার একটি মামলার দায়িত্বভার গ্রহণ করে প্রশংসিত হয়েছেন এই অফিসার ইনচার্জ।
পাশাপাশি তিনি সনাতণ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগাম কাজ করছেন। শনিবার দুপুরে বাংলাদেশেরপত্রের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বলেন।
সম্প্রতি রংপুরের বদরগঞ্জ থানা সহ সুনামের সহিত দেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন তিনি।
মাহিগঞ্জ থানাকে মাদক মুক্ত করে একটি শান্তিপূর্ণ থানা গড়তে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।