কাউনিয়া প্রতিনিধিঃ
সেরা পাঁচজন সঙ্গীত শিল্পী বাছাইয়ে মুজিব বর্ষে মুক্তকন্ঠ আন্তঃ কাউনিয়া সঙ্গীত প্রতিযোগিতা/২০২০ এর দ্বিতীয় পর্ব সম্পন্ন করা হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সঙ্গীত হোক চেতনার’ এ শ্লোগানকে সামনে রেখে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সুস্থ্য ধারার সাংস্কৃতিক বিকাশে প্রথমবার উপজেলা শিল্পকলা একাডেমি এ আয়োজন করেছে।
উৎসব মূখোর পরিবেশে স্থানীয় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গত বুধবার (১১মার্চ) ও বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ২০ জন উদিয়মান সঙ্গীত শিল্পী মিলে স্বদেশ ও চেতনা পৃথক গ্রুপে প্রতিদিন ১০ জন করে প্রতিযোগি এতে অংশগ্রহণ করেন।
এরআগে উপজেলার ৬টি ইউনিয়নের নিভৃত পল্লী থেকে বাছাই করা ৪০ জন সঙ্গীত শিল্পী নিয়ে উপজেলা পর্যায়ে ৪টি গ্রুপে আলাদা ভাবে প্রথম পর্বের বাছাই অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রতিভাবান ২০ জন শিল্পী মুজিব বর্ষে মুক্তকন্ঠ’র দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায়। এদের মধ্যথেকে নির্বাচিত ১০ জন শিল্পী মিলে আগামী ১৭ মার্চ মুজিব বর্ষে মুক্তকন্ঠ’র সেরা পাঁচজন সঙ্গীত শিল্পী নির্বাচনে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।