ইরানের ওপর যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ভারত ইরান থেকে তেল কিনবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘের বার্ষিক অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
বৈঠক শেষে জাভেদ জারিফ সাংবাদিকদের জানান মার্কিন নিষেধাজ্ঞার পরও ভারত ইরান থেকে তেল কিনবে।
চীনের পর ভারত ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে। ইরান ইতোমধ্যেই ভারতে প্রায় বিনামূল্যে তেল পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তাছাড়া তেলের দাম পরিশোধের সময়সীমাও অনেক বাড়িয়েছে ইরান।
ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করতে ট্রাম্প প্রশাসন দেশটির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, যা আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে। এ অবস্থায় ভারত যদি ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখে তাহলে মার্কিন সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।
তবে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে নিরাপত্তা পরিষদে বক্তব্যে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি।