আমিরুল ইসলাম রংপুর: রংপুরের প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সিটি প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় করেছে মেট্রোপলিটন পুলিশ।
বুধবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনার এর তৃতীয় তলায় মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে পুলিশ কমিশনার জনাব মোহা: আব্দুল আলিম মাহমুদ সাংবাদিক বান্ধব হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন জনগণকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় নতুন মেট্রোপলিটন এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, জনগণের সেবা, সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও মাদকের বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধি করন ও সর্বোপরি সু-শৃংখল মেট্রোপলিটন নগরী গড়তে উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
, উপ-কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ মহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওসার, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোছা: শামীমা পারভীন, রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রশিদ বাবু, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি আব্দুল হালিম আনসারী, সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদসহ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর ও সিটি প্রেসক্লাব রংপুরের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।