আমিরুল ইসলাম, রংপুর:
রংপুরে প্রায় ৪২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৩।
গতকাল (২১ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকালে রংপুর র্যাব ১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শালবন মিস্ত্রি পাড়া এলাকায় তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব ।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ পলিথিন ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকার অর্থদন্ড করা হয়।
শুক্রবার বেলা ১১টায় রংপুর নগরীর স্টেশন মোড়স্থ র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব ১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বিপিএম, পিপিএম (বার)।
মাদক বিরোধী অভিযান এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশের প্রতি ঝুঁকিপূর্ণ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মেজর আরমিন রাব্বি (পিপিএম), মেজর গালিব, মেজর নাজমুল হুদা ও সার্জেন্ট রাকিব সহ র্যাব ১৩ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।