অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৮ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকার সময় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৮ সালের আগস্ট মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের গত আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের আগস্ট মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় ক্রেস্ট প্রদান ও বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করেন।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা শ্রেষ্ঠ ডিবি অফিসার, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যথাক্রমে দিনাজপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুশান্ত সরকার, দিনাজপুর কোতোয়ালি থানার এসআই মোঃ রেজাউল করিম, দিনাজপুর কোতোয়ালি থানা এসআই মোঃ রেজাউল করিম ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার এসআই মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে রংপুর কোতোয়ালি থানার এসআই মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এএসআই মোঃ শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর কোতোয়ালি থানা এবং জেলা হিসেবে পুলিশ সুপার, দিনাজপুর নির্বাচিত হন। এছাড়াও রেঞ্জ ডিআইজি অফিসের সিনিয়র সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার) জনাব মোঃ শরিফুল আলম, ধাপ পুলিশ ফাঁড়ি, রংপুরের ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোঃ গোলাম কিবরিয়া, লালমনিরহাট সদর ট্রাফিক অফিসের টিএসআই মোঃ আব্দুস সালাম, কুড়িগ্রাম ডিএসবি’র এএসআই মোঃ মাহবুব রহমান, রেঞ্জ ডিআইজি অফিসের এএসআই মোঃ বেলাল হোসেন, কনস্টেবল/১৫ মোঃ তরিকুল ইসলাম গণকে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।