Highlights

রাণীশংকৈলে বীরঙ্গনাকে অটো চার্জার দিলেন জেলা প্রশাসক

Published

on


আনোয়ার হোসেন রাণীশংকৈলঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৯৭১ সালের এক বীরঙ্গনাকে অটো চার্জার দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড বলিদ্বাড়া গ্রামের টেপরী বেওয়া’র একমাত্র ছেলে সুধীর চন্দ্র রায়(৪৯)কে জীবিকা নির্বাহের জন্য এ অটোচার্জার দেওয়া হয়।
বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুরে টেপরী বেওয়া’র বাড়িতে গিয়ে সুধীর চন্দ্র রায়ের হাতে গাড়ির চাবি তুলে দেন জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম,নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান,এনডিসি অমিত কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা ,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ। এসময় জেলা প্রশাসক বীরঙ্গনা টেপরী বেওয়ার ভালো-মন্দ খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version