Highlights

লকডাউনের নামে সামাজিক দূরত্ব ক্ষুন্ন হচ্ছে চট্টগ্রাম বিজয় নগরে

Published

on


মোঃ রাজু আহমেদ, চট্টগ্রাম:
কথিত লকডাউনের নামে চট্টগ্রাম বিজয় নগর এলাকায় বাশের ঘেরোয়া দিয়ে ভিতরে চলছে রমরমা ব্যবসা।খোলা আছে কাপড়ের দোকানও,বাস্তবে যে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তা মানছে না অনেকে এবং যারা সেবকের দায়িত্ব পালন করছে তারা নিজেরাই সামাজিক দুরত্ব পালন করছে না, সেবকদের বেশীরভাগই বয়স ১৬ – ১৭ বছর,এছাড়াও অকথ্য ভাষায় ব্যবহার ও লাঠি শোডাউন দিতেও দেখা যায় তাদের,বাহিরের মানুষ প্রবেশ নিষেধ তারা বলছে কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা মানুষ পূর্ণ অবস্থায় ভিতরে ঢুকছে আর বের হচ্ছে এখানে কোন সামাজিক দূরত্ব বজায় থাকছে না ,এক জন লাইটারের সারভেয়ার সে বিজয় নগরের বাসিন্দা এবং পিপিই পরেও ঢুকতে পারেনি ,আর বাজারে লোকে লোকারণ্য ,খোজ নিয়ে জানা গেছে জাবেদ হোসেন, সানি,নাদিম সহ আরও বেশ কয়েকজন অতি উৎসাহী যুবক এলাকা বাসীর দোহায় দিয়ে এভাবে বিজয় নগর মোড়ে বাঁশ দিয়ে লকডাউন করছে।এ ব্যাপারে জাবেদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন আমরা এ লকডাউনের ব্যবস্থা করেছি যাতে এলাকার সকলে এ করোনা ভাইরাস থেকে রক্ষা পাই,ব্যাটারি চালিত অটো রিক্সার যাওয়া আসা ও অন্যান্য অভিযোগের ব্যপারে তিনি বলেন আমাদের উপরস্থ যারা আছে তাদের সাথে কথা বলা ছাড়া আমি কিছু বোলতে পারবোনা,এমতাবস্থায় এলাকাবাসী তাদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছে,এ ব্যপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version