দেশজুড়ে

শহীদবাগ বুদ্ধি প্রতিবন্ধি অটিস্টিক স্কুলে শিক্ষার্থীদের পোশাক প্রদান

Published

on


মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ
‘ওরাও আমাদের মতো মানুষ ওরা সমাজের বোঝা নয়, ওদেরও আছে শিক্ষার অধিকার, উপযুক্ত শিক্ষা পেলে ওরাও সমাজের জন্য কিছু করবে’ এমন চেতনা বুকে ধারণ করে রংপুরের কাউনিয়া উপজেলায় প্রতিবন্ধি শিশুদের মাঝে জ্ঞানের আলো বিলাচ্ছে শহীদবাগ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়।

বিদ্যালয়টির সভাপতি আব্দুল হাই তার ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকল শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আঃ সালাম, জাহাঙ্গীর আলম, অভিভাবক আঃ হামিদ, প্রধান শিক্ষক শেফালী খাতুন, সহকারি শিক্ষক বিথী বেগম, তারিকুল ইসলাম, মুক্তা পারভীন, জাহানারা বেগম, পারুল আক্তার, শারমীন আক্তার পুতুল প্রমূখ। পোশাক পেয়ে ছাত্র-ছাত্রীরা বেজায় খুশি।

আব্দুল হাই জানান, প্রতিবন্ধি শিশুদের শিক্ষা দান করা অনেক কষ্টের তবুও আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি ওদের শিক্ষার বিকাশ ঘটাতে। তিনি আরও জানান, প্রথমে স্কুলটি প্রতিষ্ঠায় ভীষণ বেগ পেলেও এখন এলাকার সব মানুষই আমাদের সহযোগিতা করছেন। তবে আজও শিক্ষকদের কোন রকম আর্থিক সুবিধা দিতে পারিনি। তিনি সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version