ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি -এর পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট ও আনন্দ টিভি পরিবারের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তাস্থ সমাবায় মার্কটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল।
এসময় বক্তারা আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীসহ সকল সাংবাদিকদের হত্যাকারীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
সাংবাদিক নেতারা এসময় সাংবাদিকদের উপর চলমান নির্যাতনকারীদের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি উচ্চারণ করেন।