আন্তর্জাতিক

সিরিয়াসহ সারা পৃথিবীতে শান্তি নেমে আসুক – পোপ ফ্রান্সিস

Published

on

সিরিয়ার মাটি থেকে শুরু করে সারা পৃথিবীতে শান্তির সুফল নেমে আসার প্রার্থনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। এছাড়া সিরয়িায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান । গতকাল ভ্যাটিকানে ইস্টার উৎসবের ভাষণে তিনি এই আহবান জানান।

এছাড়া পোপ দক্ষিণ সুদান এবং কঙ্গোর জন্যও প্রার্থনা করেন।

পোপ বলেন, ‘সিরিয়ার মানুষ নিরন্তর যুদ্ধে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে দুর্ভোগে আছে সিরীয়বাসী। সিরিয়ার মাটি থেকে শুরু করে সারা পৃথিবীতে শান্তির সুফল নেমে আসুক এই প্রার্থনা করি।’

তিনি বলেন, ‘আমরা পবিত্র ভূমির (জেরুজালেম) জন্য সমঝোতার সুফল কামনা করছি। এখন সেখানকার সংঘর্ষ থেকে অসহায় মানুষ রেহাই পাচ্ছে না। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের জন্যও শান্তি কামনা করছি।’

প্রসঙ্গত, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকেই সিরিয়া যুদ্ধের সমালোচনা করে আসছেন পোপ ফ্রান্সিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version