দেশজুড়ে

স্কুলের চুরি যাওয়া ১১টি ল্যাপটপ বাঁশঝাড় থেকে উদ্ধার

Published

on

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার শেখের হাট উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি যাওয়া ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথপাড়া এলাকার হাসিবুল ইসলামের বাড়ির সামনের বাঁশঝার থেকে এসব উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কে বা কাহারা ওখানে ল্যাপটপ ১০টি বস্তাবন্দী করে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ল্যাপটপগুলো থানায় নিয়ে আসেন।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি দিনগত রাতে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ চুরি হয়। ওইদিন চোর চক্র দরজার তালার উপরের হ্যজবল কেটে ল্যাবের ভিতরে ঢুকে। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version