স্মিথ-ব্যাংক্রফট আপিল করবেন না নিষেধাজ্ঞার বিরুদ্ধে
স্টিভেন স্মিথকে এক বছর ও ওপেনার ক্যামেরন ব্যাংক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া বল বিকৃতি কাণ্ডে। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করবেন না। এ দুজনই আজ বুধবার টুইটারে এ কথা জানিয়েছেন।
এ দুজন ছাড়াও স্মিথের সহকারি হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড ওয়ার্নারকেও নিষিদ্ধ করা হয়েছে এক বছরের জন্য। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য আর একদিন সময় বাকি আছে। এর মধ্যে স্মিথ লিখেছেন, দলের অধিনায়ক হিসেবে আমি এ ঘটনার পূর্ণ দায় আমি নিচ্ছি। আমি নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করতে চাই না। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞা একটি শক্তিশালী বার্তা এবং আমি সেটা গ্রহণ করছি।
অপরদিকে ব্যাংক্রফট লিখেছেন, আজ আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কাগজপত্র জমা দিয়েছি এবং আমি নিষেধাজ্ঞার শাস্তি গ্রহণ করে নিচ্ছি।
বল বিকৃতির কারণে স্মিথ ও ওয়ার্নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিষিদ্ধ হয়েছেন। তারা দুজন রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দারাবাদের নেতৃত্বে ছিলেন। এই দুজন শাস্তি মেনে নিলেও ওয়ার্নার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন বলে আভাস মিলেছে।