ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি আগের চেয়ে আরও ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী সৃষ্টির পরিকল্পনা করছেন।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। বাগদাদীর বেঁচে থাকার বিষয়ে বিশ্বযোগ্য প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে পত্রিকাটি। চলতি বছরের শুরুতে তুর্কি ও ইরাকের কর্মকর্তাদের যৌথ অভিযানে গ্রেফতার হওয়া আইএসের একজন কর্মকর্তার কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-সিরিয়ায় স্বঘোষিত খিলাফত গত বছর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর আবু বকর আল-বাগদাদি তার কয়েকজন উচ্চ পর্যায়ের সহযোগীকে পূর্ব সিরিয়ায় এক বৈঠকে আসতে বলেন। তিনি তখন নতুন পরিকল্পনা নিয়ে ঘুরছিলেন। আর তা হল, স্কুলের বাচ্চাদের জন্য নতুন কার্যক্রম গ্রহণ। মূলত সন্ত্রাসী সংগঠনটির শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি পুনর্গঠনের জন্যই বাগদাদি ব্যক্তিগত উদ্যোগে দাইর আল-জুর শহরের কাছে বৈঠক আহ্বান করেন। বৈঠকে সংগঠনটির তাৎক্ষণিক অস্তিত্ব রক্ষার চেয়ে এটির আদর্শগত ভিত্তি টিকিয়ে রাখার প্রতি বেশি মনোযোগ দেন বাগদাদি। গ্রেফতার আইএস কর্মকর্তা আবু জাইদ আল-ইরাকি ইরাকের টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে এসব বলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।