দেশজুড়ে

আসমানী কবিতার রহিমদ্দির ঘরকেও হার মানায় বাউফলের লাল মিয়ার ঘর

Published

on

বাউফলে তীব্র শীতে দুর্বিষহ ষাটোর্ধ্ব লাল মিয়ার জীবন

পটুয়াখালী প্রতিনিধি:
প্রবল শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে দুর্বিষহ জীবন যাপন করছে বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা দরিদ্র লাল মিয়া হাওলাদার। লাল মিয়ার বসত ঘরটি যেন পল্লী কবি জসিমউদদীন এর ‘আসমানী’ কবিতার রসুলপুরের রহিমদ্দি’র ভেন্না পাতার ভঙ্গুর ঘরকেও হার মানায়।

সরজমিনে দেখা যায়, ষাটোর্ধ্ব লাল মিয়ার শীতের কষ্ট লাঘবে এক মাত্র ভরসা পাতার ঘর। তাও চারপাশ পলিথিন বেষ্টিত বেড়া। গ্রামে ছোট চায়ের দোকান দিয়ে কোন রকম সংসার চালান তিনি। তার দুই ছেলের এক ছেলে কোন খোঁজ খবর নেয় না। আর এক ছেলে ইটের ভাটায় কাজ করে তাদের দেখাশোন করে।

লাল মিয়ার এ দুর্বিষহ জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বুড়ো মানুষ। অতি দরিদ্র বলে কেউ খোঁজ নেয় না। শুনেছি সরকার থেকে অনেকেই ঘর পায় আমি পাই নি। এই শীতে বউ-পোলা নিয়ে কোনরকম মানবেতর জীবনযাপন করছি। দেশের নাগরিক হিসেবে আমি যেন সরকারের থেকে সকল সুযোগ সুবিধা পাই’।

সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তশালীদের নিকট তার পরিবারের থাকার জন্য ঘরের ব্যবস্থা করার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version