এস,বি সোহেল:বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী ফারজানা রিক্তা ‘মন বাড়ি’ শিরোনামের একটি গানে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।
গত (২৫ শে অক্টোবর) বৃস্পতিবার ভয়েস টুডে মিডিয়া সার্কেলের ইউটিউব চ্যানেলে ‘মন বাড়ি’ শিরোনামের এই গানটি প্রকাশিত হয়েছে।
এতে রিক্তার সঙ্গে জুটি বেঁধেছেন দীপ।
মিউজিক ভিডিও প্রসঙ্গে, জানতে চাইলে ফারজানা রিক্তা বাংলাদেশের পত্রকে জানায়, ‘আসিফ ভাইয়ের সাথে এইটা আমার প্রথম কাজ ছিল।ছোট বেলা থেকেই আসিফ ভাইয়ের গান আমার কাছে খুব ভাল লাগে।এই কারণে, আসিফ ভাইয়ের গাওয়া গানে আমি মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে খুবই আনন্দিত।’
তিনি আরো বলেন, খুব ভাল লাগা কাজ করছে আসিফ ভাইয়ের সাথে কাজ করতে পেরে,আসিফ ভাই খুব ভাল মনের একজন মানুষ, ব্যাক্তিগত ভাবে আমি তাঁর গানের ভক্ত।
গানটির কথা লিখেছেন প্রদীপ শাহা। সুর করেছেন অভি আকাশ। সংগীতোয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এন. এ. খোকন। ‘মন বাড়ি’ শিরোনামের এ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও মারিয়া আলম।