আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে অবরোধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন – রুহানি

Published

on

ইরানের বিরুদ্ধে অবরোধ কেন্দ্র করে যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র এখন বেশি বিচ্ছিন্ন বলে দাবি করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আরো বলেছেন, এ কারণে নিজের মিত্র দেশগুলোর সঙ্গেও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

তিনি বলেন, আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যে যুক্তরাষ্ট্র যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন। এ সময়ে তিনি ব্রিটেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের কথা উল্লেখ করেন।

গত মে মাসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধের ঘোষণাও এসেছে তার কাছ থেকে।

২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা চুক্তিটিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষয়ে যাওয়া, পচা বলে মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে করা এই পরমাণু চুক্তির কারণে মার্কিন নাগরিক হিসেবে আমি লজ্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version