কুড়িগ্রাম প্রতিনিধি: রংপুরে অপহৃত এডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা) কে অবিলম্বে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানব বন্ধন করে জেলা আইনজীবি সমিতি।
এসময় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন অবিলম্বে এডভোকেট বাবু সোনাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
উল্লিখ্য গত শুক্রবার সকাল ৬ টায় রংপুরের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এডভোকেট বাবু সোনা নিখোঁজ রয়েছেন। তিনি রংপুরের চাঞ্চল্যকর জাপানী নাগরিক কুনিও হোসি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারী আইনজীবি ছিলেন।