আন্তর্জাতিক

করোনায় নেপালে প্রথম মৃত্যু

Published

on

প্রায় কয়েক মাস ধরে বিশ্বজুড়ে বিপর্যয় চালিয়ে যাওয়া করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চীন সীমান্তঘেঁষা দেশ নেপালে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি জেলা থেকে রাজধানী কাঠমান্ডু আনার পথে ২৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ থেকে টানা লকডাউন আছে নেপাল। নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দুই প্রতিবেশী ভারত ও চীনের সীমান্ত বন্ধ রেখেছে হিমালয়ের দেশটি।

বলা হচ্ছে, এসব পদক্ষেপ কঠোরভাবে নিশ্চিত করায় চীন-ভারতে মহামারি আকারে ছড়িয়ে পড়লেও নেপাল প্রায় সফল করোনা ভাইরাস মোকাবিলায়।

রোববার (১৭ মে) বিকেল পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, নেপালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২৯১ জন। এরমধ্যে প্রথম মৃত্যু হয়েছে শনিবার (১৬ মে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version