দেশজুড়ে

কাউনিয়ায় আবারো জনদূর্ভোগ জনগুরুত্বপূর্ণ সড়কে অল্প বৃষ্টিতে হাটু পানি

Published

on

মিজান, কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র বালিকা বিদ্যালয় মোড় থেকে থানা রোডটি দীর্ঘ আট বছর পর জনগনের দাবীর মুখে সংস্কার করা হলেও আবারো জনদূর্ভোগ শুরু হয়েছে। বালিকা বিদ্যালয় গেটের সামনে অল্প বৃষ্টিতেই হাটু পানি জমে যায়। দেখাগেছে, বালিকা বিদ্যালয় মোড় থেকে তকিপল বাজার যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটিতে প্রায় ৪লাখ টাকা ব্যয়ে পানি নিস্কাশনের একটি ড্রেন নির্মান করা হলেও যে ড্রেন দিয়ে এককাচ্চা পানি বাহির হয় না। সরকারের অর্থ কিভাবে অপচয় হয় এই রাস্তার ড্রেনটি না দেখলে তা বুঝা যাবে না। ড্রেন নির্মান করা হয়েছে অথচ ড্রেনের দু পার্শে¦ই মুখ বন্ধ। ফলে রাস্তার পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। জনসাধারন এ রাস্তা দিয়ে বৃষ্টির সময় চলাচল করতে পারে না। অথচ এ রাস্তা দিয়ে সোনালী ব্যাংক, সাব রেজিষ্ট্রি অফিস, টিএন্ডটি অফিস, ব্র্যাক, গ্রামীন ব্যাংক, আশা, আরডিআরএস অফিস, কাউনিয়া থানা, পোষ্ট অফিস, মহিলা কলেজ, বালাপাড়া ইউনিয়ন পরিষদ, কাউনিয়া হাই স্কুল, কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কাউনিয়া কলেজ ও তকিপল হাট যেতে হয়। বালিকা বিদ্যালয় মোড়ের ব্যবসায়ী হৃদয়, রফিকুল ইসলাম রতন, লিটনসহ অনেকেই জানান, বৃষ্টির দিনে রাস্তায় পানি জমার কারনে গ্রাহক এই রাস্তাদিয়ে আসতে চায় না ফলে তাদের ব্যবসা মন্দা যায়। রিক্সা চালক রফিকুল জানান, এই রাস্তাটিতে এভাবে পানি জমে থাকলে কার্পেটিং উঠে গিয়ে আবারো পূর্বের ন্যায় রাস্তাটির অবস্থা হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা এর কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটির পানি নিস্কাশনে ড্রেনের কাজ খুব দ্রুত শুরু হবে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির পানি দ্রুত নিস্কাশন ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version