Highlights

কাউনিয়ায় এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৪, ৫ মাদ্রাসায় পাশ শতভাগ

Published

on

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ২০১৮ইং সালের অনুষ্ঠিত এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে ১০৪ জন এবং ৫টি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, উপজেলাধীন ৪টি বিদ্যালয় কেন্দ্র এবং ১টি মাদ্রাসা কেন্দ্রের ২টি সংযুক্ত ভোকেশনাল শাখাসহ এসএসসি ও সমমনা পরিক্ষায় ১৪টি বিদ্যালয়ের ২৭৮৭জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ২১৭৯জন উত্তীর্ণ হয়, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮জন, পাশের হার ৭৮.১৮%। অপরদিকে ১৭টি মাদ্রাসা থেকে ৩৩৫জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৩১৫জন উত্তীর্ণ হয়েছে, তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৬জন, পাশের হার ৭৯.২৪%। এতে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় ১৯, হারাগাছ উচ্চ বিদ্যালয় ২১, দরদী উচ্চ বিদ্যালয় ১৭, টেপামধুপুর বালিকা স্কুল এন্ড কলেজ ১৬, টেপামধুপুর উচ্চ বিদ্যালয় ০৬, বাংলাবাজার উচ্চ বিদ্যালয় ০৪, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ০৩, ভায়ারহাট উচ্চ বিদ্যালয় ০৩, কূর্শা উচ্চ বিদ্যালয় ০২, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় ০২, ধর্মেশ্বর-মহেশা উচ্চ বিদ্যালয় ০২, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ০১, শহীদবাগ স্কুল এন্ড কলেজ ০১ ও ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ০১জন জিপিএ-৫ পেয়েছে। এবারে ৫টি মাদ্রাসায় শতভাগ পাশের সূনাম ছাড়াও বরুয়াহাট কেরামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ০১, নিজপাড়া আহমদিয়া আলিম মাদ্রাসা ০১, রসূলপুর দাখিল মাদ্রাসা ০২, ভায়ারহাট মাদ্রাসা ০১ ও ধুমেরকুঠি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ০১জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version