মিজান,কাউনিয়া(রংপুর):
কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, সমাজসেবা অফিসার সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ প্রমুখ।
দিনব্যাপী এ প্রশিক্ষনে জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, ছাত্র-ছাত্রী, শ্রমিক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।