কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় আরডিআরএস বাংলাদেশ, রি-কল/২০২১ প্রকল্প এর বাস্তবায়নে ও অক্সফ্যাম এর সহযোগিতায় বুধবার (২৭জুন) বেলা ১১টায় উপজেলা প্রকল্প কার্যালয়ে আয়োজিত “কাজের সুযোগ ও গ্রহনযোগ্য কর্ম পরিবেশ নিশ্চিতকরনে এ্যাডভোকেসী কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে ছিলেন আরডিআরএস বাংলাদেশ, রি-কল/২০২১ প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা রহমত উন নবী, কৃষি দপ্তরের উপ-সহকারী খোরশেদ আলম, আশা ম্যানেজার শুধাংসু শেখর রায়, গ্রামীণ ব্যাংক ম্যানেজার দিলরুবা সুলতানা লাকী, ব্র্যাক মাইক্রোফিন্যান্স ম্যানেজার নিগার ফাতেমা, ইসলামী রিলিফ এর এপিও একেএম আনিমুল আলম, ল্যাম্ব ফিল্ড কো-অর্ডিনেটর মকবুল হোসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিচালক শাহ আলম, কাউনিয়া সোয়েটার কারখানার সত্ত্বাধিকারী আজমল হোসেন, এমএইচ টুপি কারখানার সত্ত্বাধিকারী আব্দুল আউয়াল, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও জহির রায়হান, প্রকল্প সহকারী অনুপমা রায় প্রমূখ। উক্ত কর্মশালায় বিভিন্ন স্তর হতে ১৭জন অংশগ্রহন করেন।