মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় নদীর ভাঙ্গন রোধ, বসত-ভিটা ও আবাদী জমি রক্ষায় দ্রুত বেড়ীবাধঁ নির্মানের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগষ্ট) বেলা ১২টার দিকে ভাঙ্গন কবলিত এলাকার হাজারো নারী-পুরুষের অংশগ্রহনে কাউনিয়া বাসষ্ট্যান্ড হতে তিসতা সড়ক সেতু পর্যন্ত দু’ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ভাঙ্গনের ঝুঁকিতে থাকা উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মানববন্ধন চলাকালে তিস্তা নদী ডান তীর ভাঙ্গন রোধ কমিটির সভাপতি শামসুল হক আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ইটাকুমারী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, তিস্তা নদী ডান তীর ভাঙ্গন রোধ কমিটির সাধারণ সম্পাদক এরশাদুল আলম পলাশ, হতদরিদ্র নিরসন সমবায় সমিতির সভাপতি ও যুবলীগ নেতা ইউছুব আলী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান, শিক্ষক মোস্তাফিজার রহমান প্রমূখ। ভাঙ্গন কবলিত এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা উপজেলার নদী তীরবর্তী দু’টি ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহয়তা ও ভাঙ্গন রোধে দ্রুত বেড়ীবাধঁ নির্মানের দাবী জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা বরাবর স্মারকলিপি প্রদান করে।