মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকসেবীই যথেষ্ট এবং প্রতিভা বিকাশে বড় বাধাঁ এই মাদক। ভবিষ্যৎ প্রজন্মকে মরণনেশা মাদকের আগ্রাসন থেকে মুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তিপ্রিয় সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়সহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সোচ্চার হওয়া প্রয়োজন। সেইসাথে মাদকের ভয়াবহতার শিক্ষা ও সচেতনতা সৃষ্টি এবং ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যান্ত জরুরী। মাদক চোরাচালান ও সেবনের ফলে জনস্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। এব্যাপারে সরকার মাদকের করালগ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে এ-সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করেছে। আসুন, আগামী প্রজন্মের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্তার বিকশিত করি। ২৬জুন’২০১৮ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে “জীবন একটাই তাকে ভালো বাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যকে নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা। দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষে সকালে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, ডাঃ রেজাউল করিম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান, শিক্ষিকা হাসনা পারভীন মুক্তি প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সূধীবৃন্দ। এছাড়াও শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।