Highlights

কাউনিয়ায় রাস্তায় জাংলা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত -২

Published

on

      

মিজান,কাউনিয়া(রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে আরাজী হর গোবিন্দ গ্রামে জনসাধারনের চলাচলের রাস্তায় সবজির জাংলা দেয়াকে কেন্দ্র করে সোমবার (২২ এপ্রিল) এক সংঘর্ষে মা ও ছেলে আহত হয়েছেন। জানা গেছে, আরাজী হর গোবিন্দ গ্রামের বাসিন্দা রফিক মিয়া তার বাড়ির পাশ দিয়ে জনগণের যাতায়তের রাস্তার উপর বাঁশের খুটি দিয়ে সবজির জাংলা তৈরীর কাজ শুরু করেন। জাংলা তৈরী করলে জনগনের যাতায়তে বিঘ্ন ঘটবে সেই আশংকায় প্রতিবেশী খোকন মিয়ার কলেজ পডুয়া ছেলে সাদ্দাম হোসেন (১৯) ও তার স্ত্রী ছামেনা বেগম (৩৭) বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক ও তার স্ত্রী পুত্র কন্যাসহ মা ছেলেকে মারপিট করে গুরুতর আহত করেন। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version