Highlights

কাউনিয়ায় ১ হাজার চাষির মাঝে সার বীজ বিতরণ

Published

on


কাউনিয়া প্রতিনিধিঃ
২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ ২০১৯-২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে রবিবার (০৭ এপ্রিল) উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে।

সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষন বিষয়ক কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক, মোন্নাফ হোসেন, বাদল চন্দ্র প্রমূখ। প্রতি জন কৃষককে ৫ কেজি ব্রীরি-৪৮ জাতের ধানের বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version