মিজান, কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা ৪মার্চ (বুধবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, রিপোটার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ। সভায় উপজেলায় মোটরসাইকেল চুরি, পল্লী বিদ্যুৎ ও টেলিফোন এর ভুড়ুড়ে বিল, ছিচকে চুরি, ছিনতাই, ক্যারাম বোর্ড-লুডু-ক্রিকেট জুয়া, নারীনির্যাতন, বাল্যবিয়ে, হাট-বাজারে টোল আদায়ে অনিয়ম, কসাইখানা ও শৌচাগার নির্মান, ড্রেজারমেশিন দিয়ে বালু উত্তোলন, ড্রেনেজ ব্যবস্থা, মাদক সেবন ও বিক্রয় বৃদ্ধির বিষয় গুলো বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। মাদকের কারনে এলাকায় নানা অসামাজিক কর্মকান্ড ঘটে চলেছে। শেষে সভাপতি উপজেলা আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।