আন্তর্জাতিক

কুর্দি গেরিলাদেরকে ট্রাকভর্তি অস্ত্রের যোগান যুক্তরাষ্ট্রের

Published

on

সিরিয়ার নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিনামূল্যে ট্রাকভর্তি অস্ত্রের যোগান দিচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ।

কুর্দিদের এ অস্ত্র দেয়ার ফলে তুরস্কের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে।

তিনি বলেন, আমরা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারি না। অথচ দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।”

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটি ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে।

সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়া এদেরকে মিত্র হিসেবে ব্যবহার করছে।

গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইপিজিকে ৩৯ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন। সূত্র: পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version