শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে বাঁশজানী উন্নয়ন কমিটির আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭ বিভাগীয় পর্যায়ে প্রথম এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় জেলার সীমান্ত সংলগ্ন বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। অনুষ্ঠানে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশজানীর কৃতি সন্তান আন্তর্জাতিক দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ ডঃ মাহমুদুল ইসলাম সেলিম।
এসময় বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহনকারী খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে মোছাঃ স্বরলিকা পারভীন সারা বাংলাদেশে সেরা ফুটবলার/২০১৭ নির্বাচিত হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।