দেশজুড়ে

কুড়িগ্রামে সাত দিনব্যাপি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

Published

on

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে সাত দিনব্যাপি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার দ্বারা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার মোগলবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কৃমিনাশক খাওয়ানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সদর নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।
পৌরসভাসহ জেলার ৯ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত ৫ লাখ ৯৯ হাজার ১ শ ৯৬ জন শিক্ষার্থীসহ পথ শিশু ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version