Highlights

জলঢাকায়”আলোর’কণা”ঝরে পড়া শিক্ষার্থীদের ফ্রিতে পাঠদান

Published

on

প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে আত্ন-মানবতার সেবাদানকারী প্রতিষ্ঠান সামাজিক সংগঠন “আলোর’কণা”। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নীলফামারীর জলঢাকা পৌরসভার ০১নং ওয়ার্ড দুন্দিবাড়ী ডাঙ্গাপাড়া এলাকার জৈনিক ছফির উদ্দিনের ছোট ছেলে মোঃ ফুরাদ হোসেন। সে দারিদ্র্যের মাঝে পড়াশুনা করে আজ জলঢাকা সরকারী কলেজে অনার্স ৪র্থ বর্ষে ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। ২০১২ সালে “আলোর’কণা” নামক সামাজিক সংগঠনটির আত্নপ্রকাশ ঘটিয়ে ২০১৫ সালে এলাকার গরীব অসহায় পরিবারের কমলমতি শিক্ষার্থীদের ফ্রি পাঠদান কার্যক্রম শুরু করে। উপজেলা থেকে ০৪ কিঃ মিঃ দুরে দুন্দিবাড়ী ডাঙ্গাপাড়া এলাকায় “আলোর’কণা” ফ্রি পাঠদান কেন্দ্রটি অবস্থিত। এখানে প্লে থেকে ষষ্ঠ শ্রেনির প্রায় দুইশত শিক্ষার্থীকে ফ্রিতে পাঠদান দিয়ে আসছে কলেজ পড়ুয়া ফুরাদ হোসেনসহ সাতজন শিক্ষার্থী। তারা হলেন, মোছাঃ আতিকা, বাবলি আক্তার, লিবসি আক্তার, মোঃ জনি, মিমি আক্তার ও রেশমা আক্তার।এছাড়াও তারা নিজেস্ব অর্থায়নে উপজেলার আটটি ইউনিয়নে ১১টি কেন্দ্রে সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত নিয়মিত ফ্রি পাঠদান চালিয়ে যাচ্ছে।এই সংগঠনের প্রধান উদ্যোক্তার শিক্ষা জীবনের অভিজ্ঞতায় স্থানীয় গরীব অসহায় পরিবারের কমলমতি শিক্ষার্থীদের ফ্রি পাঠদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক চালিয়ে যাচ্ছে। নিজেস্ব অর্থায়নে ও বন্ধু-বান্ধবদের সহযোগীতায় “আলোর’কণা” সংগঠনটি পরিচালনা করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version