দেশজুড়ে

জয়পুরহাটে ৬০০ পিস ইয়াবাসহ তিনজন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Published

on

আবু রায়হান, জয়পুরহাটঃ
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে অদ্য ৩রা মার্চ রাত ৯.১৫ মিনিটে জয়পুরহাট জেলার সদর থানাধীন পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ ৩৫,৫০০ (পঁয়ত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ তিনজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার সদর থানাধীন পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলাধীন উচনা গ্রামের মৃত ফইমদ্দিন মন্ডলের পুত্র মোঃ উজ্জল হোসেন (২৩), গাড়িয়াকান্ত গ্রামের মোঃ বেল্লাল উদ্দিনের পুত্র মোঃ আবু জাফর ওরফে জনি (৩০), কাশিয়াবাড়ী গ্রামের মোঃ সায়েদ আলী সরদারের পুত্র মোঃ ফজলুর রহমান (৩৮), কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাশর্^বর্তী দেশ হইতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে এবং উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version