জাতীয়

টিভি সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড

Published

on

নতুন বছরে টিভি সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যে ওয়েজবোর্ড গঠন করেছিলাম তাদের যে রিপোর্ট এসেছে সেটা মন্ত্রিসভায় গেছে। মন্ত্রীদের নিয়ে যে উপকমিটি হয়েছে ভোটের আগে সেই কমিটির একটি সভা হয়েছে। নতুন মন্ত্রিসভায় সেই উপকমিটি কাজ করবে। রিপোর্টে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড দিতে হবে বলে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে’।

তিনি আরও বলেন, ‘ওয়েজবোর্ড দেওয়ার জন্য প্রাথমিক প্রশাসনিক কাজটা সম্পন্ন হলে নতুন সরকার এবং তথ্য মন্ত্রণালয় এটা সম্পন্ন করবে। নতুন বছরে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে বলে আমি আশা করছি’।

সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত বিএসআরএফ সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার। এছাড়া সংলাপে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মহসীন আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version