টুইটারের তথ্য ফাঁস ঠেকাতে এবার কঠোর হতে যাচ্ছেন ইলন মাস্ক। বিষয়টি নিয়ে টুইটারের কর্মীদের হুমকি দিয়েছেন তিনি। যদি কেউ অফিসের ভেতরের খবর বাইরে ছড়ান তাহলে তার বিরুদ্ধে মামলা করার কথা বলেছেন।
কর্মীদের কাছে হুমকিমূলক মেইলে একটি সতর্কবার্তা পাঠিয়েছেন ইলন মাস্ক। সেখানে তিনি লিখেছেন, ‘টুইটারের কয়েকটি গোপন তথ্য ফাঁসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমাদের কোম্পানির কিছু লোক কোম্পানির নীতির বিরুদ্ধে কাজ করছে এবং তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করছে।’
‘এটি একবারই বলা হবে: যদি আপনি পরিষ্কারভাবে ও ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করেন, তাহলে আপনি আইন অনুযায়ী দায়বদ্ধ হবেন। টুইটার আপনার কাছে এর ক্ষতিপূরণ দাবি করবে।’
তবে তিনি তার কর্মীদের জানিয়েছেন, যদি মুখ ফসকে কেউ কিছু বলে ফেলেন এতে সমস্যা নেই। কিন্তু মিডিয়ার কাছে বিস্তারিত তথ্য প্রকাশ করলে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : এনডিটিভি