ফিচার

ঠাকুরগাঁওয়ে রোপা আমন চারা রোপন করতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা

Published

on

আব্দুল আউয়াল ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে প্রতিবারের ন্যায় আকাশের বৃষ্টি না হলেও সেলোও মেশিন ও ইলেক্ট্রিক পানির পাম্প দিয়ে এবারেও চলছে ধুমধাম ভাবে আমন ধানের চারা রোপনের কৃষকের চলছে কৃষি কাজ। এবছর এ অঞ্চলে এখন পর্যন্ত বেশি পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে এ অঞ্চলের কৃষকরা ধুমধাম করে বিল ও নিচু এলাকা গুলোতে আমন ধানের চারা লাগানো শুরু করেছেন। তবে বেশি পরিমাণে বৃষ্টি না হওয়ার এ অঞ্চলের উঁচু জমিগুলোতে এখনও ধানের চারা লাগাতে শুরু করেনি কৃষকরা। সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মিলপাড়া গ্রামের শচিন চন্দ্র বাবু জানায় এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় তারা এবারে ওই এলাকার নিচু জমিগুলোতে আমনের চারা লাগিয়েছে। তিনি আরও বলেন যদি প্রকৃতি তাদের আবহাওয়া অনুকুলে ভাল থাকে তবে তারা এ এলাকার জমিগুলোতে আশানূরুপ ফসল উৎপাদন করতে সক্ষম হবে। ধানের দাম কম হওয়ার অভিযোগ জানিয়ে তিনি বলেন,এবারে ধানের দাম কম হওয়ার কারণে তাদের জমিগুলোতে বোরো ধান ফলিয়ে অনেক ক্ষতি পোহাতে হয়েছে। তিনি আরও বলেন এভাবে ধানের দাম কমতে থাকলে ভবিষ্যৎতে তাদের নিজের আবাদি জমিগুলো বিক্রয় করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি আশা করে আরও বলেন যে এবারে যদি আমন ধানের ভাল ফলন হয় এবং যদি ধানের দাম আশানুরুপ থাকে তবে তিনি তার ক্ষতিটা পুসিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করেন। আরও মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম জানান এবার বৃষ্টি কম হওয়ায় মেশিনের সেচ দিয়ে রোপা আমন চারা লাগাতে দিন মজুর সংকটের কারণে আমন ধানের খরচ বেশি হবে বলে তিনি জানান। তবে এবারে বোরো ধানের যে ঘারতি হয়েছে তা আবার আমনের পর প্রভাব পরেছে, আমরা কৃষকরা দিশেহারা হয়েপরেছি। আবহাওয়া বৃষ্টিপাত হলে হয়তো একটু সস্থি পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version