দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে সড়ক দখল করে দোকান; দুর্ঘটনার আশঙ্কা

Published

on


আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক দখল করে খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এতে চলাচলে অসুবিধাসহ ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। গত ছয় মাস ধরেই চলছে এই দোকানগুলো। মঙ্গলবার দুপুরে ওই সড়ক ঘুরে এই দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে সফরের সময় নিরাপত্তার কথা ভেবে গত ২৯ মার্চ মাঠের চারপাশ থেকে দোকানিদের সরিয়ে দিয়ে মাঠের চারপাশ কাটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয় পৌরসভা কর্তৃপক্ষ। সেসব দোকানিরা এখন শহরের বঙ্গবন্ধু সড়ক দখল দোকান নিয়ে বসেছেন বলে জানান স্থানীয়রা। স্থানীদের অভিযোগ, বৃক্ষ রোপন ও মাঠ সংরক্ষণের নামে বেড়া দেওয়া হলেও ভ্রাম্যমান দোকানিদের ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া ছয়মাস ধরে রাস্তার দখল করে দোকান বসলেও তা উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তবে প্রশাসন বলছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। দখলদার দোকানগুলো অন্যত্র সড়ানোর বিষয়টিও আলোচনা চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের জেলা পরিষদ ডাকবাংলো থেকে প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক দখল করে ১৫ থেকে ২০টি দোকান বসেছে। এসবের মধ্যে ১০টি চটপটি ও ফুচকার দোকান; অন্যগুলো কাপড়ের। মূল দোকানটি সড়কের ওপর রেখেই রাস্তার ওপর ক্রেতাদের জন্য আসন পেতেছেন তারা। দোকান ঘেঁষে চলছে বাস, ট্রাক, পিকআপসহ নানা যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারেন খদ্দেররা। শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version