Highlights

ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদ কমিটির সম্পাদকের দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ!

Published

on

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সম্পাদক সুচরিতা দেব এর দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের মেযাদোত্তীর্ণ কমিটির বড় একটি অংশ। মঙ্গলবার(২ এপিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদান করে শহরের চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি মাসুমা জেসমিন এর সভাপতিত্বে মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সুচরিতা দেব এর দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন কক্ষ প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোমা ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবীন ইসলাম লিজা, আন্দোলন সম্পাদক শেফালী বেগম, সদস্য এ্যাড. জাকিয়া সুলতানা মিঠু ও দ্রোপদী দেবী আগরওয়ালা। সমাবেশে বক্তারা জানান, বিগত ২০১৮ সালে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলনের মাধ্যমে আফরোজা রিকাকে সভাপতি ও সুচরিতা দেবকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়। কিন্তু এর কিছুদিন যেতে না যেতে সুচরিতা দেব এর কূচক্রে ও তার স্বেচ্ছাচারী কর্মকান্ডে সভাপতি নিজে কমিটি থেকে সড়ে যান। এরপর একক কর্তৃত্ব পেয়ে সম্পাদক আরও বেপরোয়া হয়ে উঠে। তিনি সময় অসময় সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদা তুলে তা নিজ স্বার্থে ব্যবহার করে আসছেন। তার কাছে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ চাইলে সদস্যদের সাথে চরম ঘৃণ্য আচরণ করেন যা সংগঠন পরিপন্থি। তার এ স্বেচ্ছাচারিতা ও দূর্ণীতির প্রতিবাদ জানিয়ে তারা অনতিবিলম্বে নতুন কমিটি ঘোষণা সহ সুচরিতা দেব এর শাস্তি দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version