Highlights

দুই দশকে প্রায় ১,৭০০ সাংবাদিক খুন

Published

on

গত দুই দশকে সারা বিশ্বে প্রায় এক হাজার ৭০০ সাংবাদিক খুন হয়েছেন। পরিসংখ্যান দেখায় যে প্রতি বছর গড়ে ৮০ জনেরও বেশি সাংবাদিক নিহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির মতে, ২০০৩ ও ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।

আরএসএফের সাধারণ সম্পাদক ক্রিস্টোফি দেলোইরে জানিয়েছেন, এই সাংবাদিকরা সত্য খুঁজে বের করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো ইরাক ও সিরিয়া। গত বিশ বছরে দুই দেশে ৫৭৮ সাংবাদিক নিহত হয়েছেন।

এ সময় মেক্সিকোতে ১২৫ জন, ফিলিস্তিনে ১০৭ জন, পাকিস্তানে ৯৩ জন, আফগানিস্তানে ৮১ জন এবং সোমালিয়ায় ৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version