জাতীয়

দেশব্যাপী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে

Published

on

আগামীকাল থেকে শুরু হচ্ছে ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং এ উপলক্ষ্যে দেশব্যাপী একযোগে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ কোটি ৬ লাখ শিশুকে। এই সপ্তাহের মধ্যে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলগামী, স্কুলবহির্ভূত এবং স্কুল থেকে ঝরে পড়া সব শিক্ষার্থীকে এক ডোজ করে কৃমিনাশক ‘মেবেন্ডাজল’ ওষুধ বিনামূল্যে খাওয়ানো হবে।

মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ ও এলডি সিডিসি) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এছাড়া পেট ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময়ও থাকে না। খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা বা পিটি-প্যারেড না করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version