মিয়ানমারে সামরিক জান্তার ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ের শ্রমিকরা। এ ঘটনায় দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে ধর্মঘটে অংশ নেওয়া রেলওয়ের শ্রমিকদের স্টাফ কম্পাউন্ড ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
এরআগে ১ ফেব্রুয়ারি অং সান সু চির সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। এরপরই আইন অমান্য আন্দোলন শুরু করেছেন বিভিন্ন সরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারীরা।
এতে দেশটির কল-কারখানা, দোকানপাট বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হতে চলেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে রেলওয়ের স্টাফ কম্পাউন্ডের কাছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।
নিজেকে মা সু পরিচয় দিয়ে ধর্মঘটরত একজন শ্রমিক টেলিফোনে রয়টার্সকে বলেছেন, শিগগিরই দমনাভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ওই ব্যক্তি বলেন, আমার মনে হচ্ছে তারা আমাদের গ্রেফতার করবে। আমাদের সাহায্য করুন।