Highlights

নবাবগঞ্জে গভীর রাতে খাদ্য নিয়ে অসহায়দের বাড়িতে হাজির ইউএনও

Published

on

হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

সোমবার রাতে উপজেলার কাঁচদহ এলাকায় বেদে জনগোষ্টি সহ আশেপাশের গ্রামের কর্মহীন দরিদ্র অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবার নিয়ে হাজির হন তিনি।

গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসারকে খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়ীতে দেখে অসহায় মানুষগুলি যেমন অবাক তেমন খুশিতে আত্মহারা হন। এভাবে তিনি ঘুড়ে ঘুড়ে ১শটি পরিবারকে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় সঙ্গে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম জানান- সরকারের ত্রান তহবিলের অর্থ থেকে প্রতিটি কর্মহীনদের মাঝে পেকিংকৃত ১০ কেজি চাল, ৩ কেজি আলু, হাফ কেজি লবণ কর্মহীন অসহায়দের প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন- কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। এতে করে প্রকৃত অসহায়রা খাদ্য সামগ্রী পাচ্ছেন। অপর দিকে খাদ্য সামগ্রী নিতে ঝুকি নিয়ে কাউকে ঘর থেকে বের হতে হচ্ছেনা। এ ভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য পৌছি দেয়া হবে।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আল-মামুন , ইউপি চেয়ারম্যান মোঃ মনেয়ার হোসেন ইউ,পি সদস্য মোঃ আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version