Highlights

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ বাজার যাচ্ছে গৃহস্থের বাড়ি বাড়ি

Published

on


হাসিম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে অবস্থান ও বাজারমুখী জনসমাগম নিরুৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নিত্য-প্রয়োজনীয় সামগ্রী গৃহস্থের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি চালু করেছেন ভ্রাম্যমাণ বাজার।
রোববার বিকালে থেকে তিনটি ট্রাকে এ ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে । চাল,ডালসহ নিত্য-ব্যবহার্য পন্য কাচা তরিতরকারি ভ্রাম্যমান বাজার গৃহস্থের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে এ ভ্রাম্যমান গাড়ি ।
উপজেলা প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা গেছে, চলমান সংকটে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা নানা মানুষের কাছে সহায়তা চান ইউএনও। এতে স্থানীয় ব্যবসায়ী, নানা সামাজিক সংগঠন, মানবিক মানুষ সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এভাবেই ইউএনও চালু করেন ভ্রাম্যমাণ বাজার। ট্রাকভর্তি চাল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, আদাসহ নানা নিত্য-ব্যবহার্য মসলাদির বাজার আর সেই সাথে দৈনন্দিন মানুষের কাঁচাবাজার ।

যান্ত্রিক বাহনে এ ভ্রাম্যমাণ বাজার ছুটছে এখন গৃহস্থ বাড়ির দোরগোড়ায়। সুলভমূল্যে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য । করোনা-সংকটকালে নবাবগঞ্জ ইউএনওর এমন ভ্রাম্যামাণ বাজার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর এ কাজে সহায়তা করছে নবাবগঞ্জ বণিক সমিতি বাজার ব্যবস্থাপনা কমিটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় মানুষকে নিরাপদে ঘরে থাকা জরুরী। তারা বাজারমুখী হয়ে জনসমাগম সৃষ্টি করলে সংকট মোকাবেলা কঠিন হবে।তাই নিত্য-প্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। মানুষ সাড়া দিচ্ছে। আমরা ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনার পরিসর আরো বাড়ানোর চেষ্টা করছি যাতে মানুষ ঘরে বসে নিত্য বাজার-সেবা পায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version