Highlights

নবাবগঞ্জে শাকসবজি ফ্রীতে প্রদান

Published

on


হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারনে সারাদেশের মানুষ যখন ঘরে অবস্থান করছে, আর এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষরা পড়েছেন বিপাকে। ঘর থেকে বের হতে না পেরে খাদ্য সংকটে ভুগছে অনেক পরিবার। ঠিক সেই সময় অসহায় দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন সবজি।

এমন অবস্থায় ফ্রি শাকসবজির দোকান নিয়ে বসেছেন দিনাজপুরে নবাবগঞ্জের সদরের জগনাথপুর গ্রামে ইয়াসিন আলীর দুই ছেলে আহসান হাবিব ও সাহাজুল ইসলাম। দেশের এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছেন দুই ভাই।

জানা গেছে, নবাবগঞ্জ বাজারে আহসান ও সাহাজুল ইসলামের ছোট একটি কসমেটিক দোকান রয়েছে। এই দোকানের ওপর চলে তাদের সংসার। পাশাপাশি নবাবগঞ্জ কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন আহসান হাবিবের ছোট ভাই সাহাজুল ইসলাম।

এ বিষয়ে সাহাজুল ইসলাম জানান, আমাদের দেশে করোনাভাইরাস আসায় গ্রামে গরিব অসহায় মানুষ কাজকর্ম করতে পারছেন না। ঘর থেকে বের হতে সরকার থেকে নিষেধ আছে। তাই এই গরিব মানুষদের কথা ভেবে আমরা দুই ভাই ও বাবা মিলে ফ্রি শাকসবজির দোকান দিয়েছি। সমাজিক দুরত্ব বাজায় রেখে প্রতিদিন ১০০শ থেকে ১২০ জনকে শাকসবজি প্রদান করা হয় ।

এ ব্যাপারে আহসান হাবিব বলেন,‘করোনাভাইরাস যে ভাবে মানুষকে আক্রান্ত করছে তাতে আমরা কেউ নিরাপদ নয়। সবাইকে সচেতন হয়ে নিজ বাড়িতে অবস্থান করে আমাদের এই ভাইরাস থেকে নিরাপদে থাকতে হবে’। তিনি বলেন,‘উপজেলার বিভিন্ন অঞ্চলের অসহায় শ্রমজীবি মানুষের হাতে পর্যায়ক্রমে যতদিন এই সংকট থাকবে ততদিন আমাদের সামর্থ অনুযায়ী সবজি দিয়ে সহযোগিতা প্রদান করা হবে’।

তিনি জানান, প্রতিদিন বিরামপুর বাজার থেকে এক হাজার টাকার শাকসবজি কিনে এনে বিকাল ৩টায় দোকানে বসছি। এতে অনেকেই উপকৃত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version