গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে সেখানকার জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচন নিয়ে মিথ্যাচার বিএনপির অনেক দিনের পুরনো অভ্যাস।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
নানক বলেন, গাজীপুরে শান্তিপূর্ণ ভোট চলছে। অথচ বিএনপি তাদের পুরনো অভ্যাস অনুযায়ী মিথ্যাচারের বাক্স খুলে বসেছে। তারা সরকারকে দোষারোপ করে আত্মপ্রবঞ্চনা বা স্ববিরোধী বক্তব্য দিচ্ছে। তাদের অভিযোগ ভিত্তিহীন। কারণ, এই সরকারের অধীনেই নির্বাচনে ২০১৩ সালে গাজীপুরে তারা জিতেছে।
তিনি বলেন, গাজীপুর সিটিতে আজকের নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিএনপি কোনো এজেন্ট দেয়নি। এর দুটি কারণ- এক প্রার্থীর দুর্বলতা দুই দলীয় কোন্দল। তারা দলীয় দৈন্যতায় ভুগছে। তাই নানা অভিযোগ করে উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তারা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য গোলাম রাব্বানী চিনু, জিয়াউল কবির কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।