নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের দিনে রফিক, শফিক, বরকত, জব্বারদের রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আমরা পেয়েছি। তাই এই দিনকে স্মরণ করে প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আজ সকালে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মেহেদী, চাইল্ড কেয়ার হোমের ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান, আপন চাইল্ড কেয়ার হোমের শিক্ষিকা শামীমা আক্তার, রাহিমা আক্তার, শারমিন আক্তার, মারিয়াম আক্তার ও ইসমতারা বকশি।
এছাড়া আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানিয়া আক্তার, নাজমা আক্তার, আশেক মাহমুদ, পাপী আক্তার সহ চাইল্ড কেয়ার হোমের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন।